বিপিএলের শেষ চারের খেলার সূচি

চার সপ্তাহে পাঁচটি পর্বে ৪২টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব। শনিবার (২ ফেব্রুয়ারি) শেষ দিনে চট্টগ্রাম পর্বে শেষ চার নিশ্চিত করা রংপুর রাইডার্স প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে। আগে ব্যাট করতে নেমে কুমিল্লা ৭২ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচ হারলেও শেষ চারে আগেই নিশ্চিত হয়ে গেছে কুমিল্লার। রংপুরের মতো কুমিল্লাও শেষ চার নিশ্চিত করেছিল গ্রুপ ম্যাচের চট্টগ্রাম পর্বে। তবে দিনের দ্বিতীয় ম্যাচটি ছিলো ঢাকার জন্য বাঁচা-মরার ম্যাচ। 

টেবিলের তলানিতে থাকা খুলনা টাইটানসের বিপক্ষে অনেকটা হেসেখেলেই জয় পেয়েছে ঢাকা। খুলনার দেয়া ১২৪ টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে জয় পায় সাকিব বাহিনী। আর এর মধ্য দিয়ে শেষ হয় গ্রুপ পর্ব।

 লিগ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়েছে প্লে-অফ অর্থাৎ শেষ চারের লড়াইয়ের লাইনআপ। ফাইনালে ওঠার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সুযোগ পাবে দু’বার। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার লড়াইয়ের (১ম কোয়ালিফায়ার) জয়ী দল উঠে যাবে ফাইনালে। ঐ ম্যাচের আগে মাঠে গড়াবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস ও চতুর্থ স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ, যে ম্যাচের জয়ী দল রংপুর ও কুমিল্লার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে নামবে ফাইনালের লক্ষ্যে।

জয়ী দল উঠে যাবে ফাইনালে। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি এক ম্যাচ হারলেই বাদ পড়বে আসর থেকে।

একনজরে বিপিএলের শেষ চারের সূচি-

এলিমিনেটর- সোমবার (৪ ফেব্রুয়ারি) 

ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা

প্রথম কোয়ালিফায়ার-  সোমবার (৪ ফেব্রুয়ারি)

রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

দ্বিতীয় কোয়ালিফায়ার- বুধবার (৬ ফেব্রুয়ারি) 

এলিমিনেটর ম্যাচের জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

ফাইনাল- শুক্রবার ( ৮ ফেব্রুয়ারি)

প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাতটা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment