বিপিএলে আজ ‘বিগ’ ম্যাচে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।

বিপিএলে আজ ‘বিগ’ ম্যাচে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। চট্টগ্রামে মাশরাফি মুর্তজার রংপুর এক ম্যাচ খেললেও সাকিব আল হাসানের ঢাকা আজই প্রথম মাঠে নামছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টুর্নামেন্টে এটি দু’দলের দ্বিতীয় সাক্ষাৎ।

এর আগে ঢাকায় প্রথম দেখায় জিতেছিলেন সাকিবরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে ডাইনামাইটস জিতেছিল দুই রানে। শুরুর দিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকালেও পরে চিটাগং ভাইকিংস টপকে যায় তাদের।

আজ ঢাকার টার্গেট ম্যাচ জিতে আবার শীর্ষস্থান দখল করা। আট ম্যাচে পাঁচ জয়ে ১০ রান নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় ডায়নামইটস। নয় ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চিটাগং ভাইকিংস। আজ জিতলে ঢাকার সামনে সুযোগ থাকবে চট্টগ্রামকে ধরে ফেলার।

এদিকে নয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকার নিচে রংপুর। তাদের সামনে একদিকে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ, অন্যদিকে ঢাকাকে টপকে যাওয়ার চ্যালেঞ্জ। সাকিব, পোলার্ড, রাসেল, হযরতউল্লাহ জাজাই, সুনীল নারাইনের মতো ক্রিকেটার রয়েছেন ঢাকার স্কোয়াডে।

রংপুরের আছেন মাশরাফি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেলসের মতো বিশ্বসেরা তারকা। তারার লড়াই জমজমাট হবে বলে মনে করা হচ্ছে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে দু’দলের ব্যটসম্যানরা তুলতে পারেন ঝড়। এর আগে এখানে চারটি ম্যাচেই ভালো রান হয়েছে।

রোববার কোনো ম্যাচ ছিল না। দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে ঢাকা ও রংপুর। অনুশীলনের ফাঁকে ঢাকার পেসার রুবেল হোসেন বলেন, ‘চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। আমার মনে হয়, এখানে ভালো ম্যাচ হবে।’

রুবেল বলেন, ‘আমরা টপে ছিলাম। দুটি ক্লোজ ম্যাচ হেরেছি। তাই চট্টগ্রাম ওপরে উঠে গেছে। চট্টগ্রাম ভালো খেলছে, যদিও শেষ দুটি ম্যাচ তারা হেরেছে। যদি কামব্যাক করতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য আবার সুযোগ চলে আসবে।’

তিনি বলেন, ‘উইকেটে অনেক রান হচ্ছে। রংপুর ২শ’র বেশি রান করেছে। গতকালও (শনিবার) ১৯০-এর মতো রান উঠেছে। এই উইকেটে বুদ্ধি খাটিয়ে বল করতে হবে। টিম প্ল্যান ঠিক রেখে খেলতে হবে।’

এদিকে শেষ তিনটি ম্যাচ জিতে রংপুর আত্মবিশ্বাসী। জানালেন দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার মতে, আত্মবিশ্বাসের সঙ্গে যোগ হয়েছে দলের বিদেশি ক্রিকেটারদের রান পাওয়া। ‘তিনটা ম্যাচ টানা জিতেছি। আমাদের মনোবল বেশ ভালো। সবাই ভালো অবস্থায় আছে। আমাদের বিদেশিরা সবাই এখন রান করছে।’

চার বিদেশিকে ওপরে খেলানো প্রসঙ্গে মিঠুন বলেন, ‘দেখেন, প্রত্যেকটা দলের নিজস্ব গেম প্ল্যান থাকে। আমাদের টিমটাই সাজানো হয়েছে এভাবে। ২০ ওভারের ম্যাচে যদি টপঅর্ডার রান করে, তাহলে পরে খুব বেশি কাজ থাকে না। আমরা টপঅর্ডারের ওপর নির্ভরশীল। ওপর থেকে যদি খারাপ খেলে, তাহলে নিচের দিকে নির্ভর করতে হয়। তো ওপরেই যদি ক্লিক করে তাহলে নিচে মনে হয় না খুব বেশি কাজ থাকে।’

ঢাকার সঙ্গে আজকের ম্যাচের মূল চ্যালেঞ্জ কী জানতে চাইলে মিঠুন বলেন, ‘ভালো খেলাটাই জরুরি। ক্রিকেট একদিনের খেলা। ঢাকার সঙ্গে ম্যাচটা অন্যান্য ম্যাচের মতোই। ঢাকার সঙ্গে রংপুরের সব সময় ফাইট হয়। ভালো ম্যাচ হয়। এটা আমরাও আশা করি যে, সহজে জেতার চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে ভালো লাগে।’

তিনি বলেন, ‘বড় টিমের সঙ্গে খেলতে আলাদা একটা ফিলিংস থাকে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। বড় টিম হলেই যে ভালো করবে তার নিশ্চয়তা নেই। চট্টগ্রামের কথাই ধরুন। তেমন নাম নেই, অথচ তারা এক নম্বরে। দিন শেষে ভালো খেলাটাই আসল। আমাদের টপঅর্ডারে যারা তারকা আছেন, তারা যদি নিজেদের নামের প্রতি সুবিচার করেন, তাহলে জিততে সমস্যা হবে না।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment