বিশ্বকাপে দুর্দান্ত করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

দুয়ারে কড়া নাড়ছে আইসিসি-২০১৯ বিশ্বকাপ। আসছে ৩০ মে মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। এ মুহূর্তে নিজেদের গুছিয়ে নেয়ার কাজ সারছে দলগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। আসন্ন বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

বিপিএল মাতাতে এখন বাংলাদেশে এ তারকা। খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আজ হাইভোল্টেজ ম্যাচে ঢাকায় ডায়নামাইটসের মোকাবেলা করবে দলটি। এর অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানালেন, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। তবে হ্যাঁ, বিশ্ব আসরে ভালো খেলতে হলে পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

এবি ডি ভিলিয়ার্স বলেন, প্রকৃতপক্ষে সবচেয়ে বড় কথা হলো মাঠে নেমে আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন কি-না। বাংলাদেশ ধীরে ধীরে দুর্দান্ত দল হয়ে উঠছে। আমার বিশ্বাস, বিশ্বকাপে ভালো করবে টাইগাররা।

মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিকের মতো অভিজ্ঞরা বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্সে প্রভাব রাখবে বলে মনে করেন এবি। ৩৬০ ডিগ্রিখ্যাত ক্রিকেটার বলেন, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। দারুণ খেলে নিয়মিত দলকে জেতাচ্ছে। বিশ্বকাপেও দলের পারফর্ম্যান্সে বড় ভূমিকা রাখবে তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment