বিশ্বনাথে ঐতিহ্যবাহী “পলো বাওয়া” উৎসব

বিশ্বনাথে ঐতিহ্যবাহী "পলো বাওয়া" উৎসব
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)+ স্টাফ রিপোর্টারঃ
সিলেটের পল্লীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “পলো বাওয়া ” উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোয়াহারি গ্রামের দক্ষিণ পার্শ্বের বড় বিলে ২১ শে জানুয়ারী রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পলো বাওয়া উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অত্র গ্রামবাসী সহ আশপাশের গ্রামের প্রায় সাত শতাধিক মানুষ বিলের পানিতে পলো ছাপিয়ে শউল, গজার, কারপু, বোয়াল, গইন্যা, বাউশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেছেন। এই উৎসব উপভোগ করতে বিলের দুই পাড়ে দুই তিন সহস্রাধিক  নারী পুরুষ যুবক, শিশু কিশোর উপস্থিত ছিলেন।
পলু শিকারী আব্দুল কাইয়ূম বলেন, এবার বিলে প্রচুর মাছ আছে। সবাই মাছ ধরেছেন। সবাই মিলে মিশে পলো দিয়ে মাছ ধরার আমেজই আলাদা ।

আপনি আরও পড়তে পারেন