বেগম আশ্রাফুন‌নেছা হাসেম মা ও ‌শিশু কল্যান কেন্দ্র উদ্বোধ‌ন একেএম এনামুল হক শামীম এম‌পি।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপ‌জেলার স‌খিপু‌রে অব‌স্থিত বেগম আশ্রাফুন‌নেছা হাসেম ১০ শয্যা বি‌শিষ্ট মা ও ‌শিশু কল্যান কেন্দ্রটি শুভ উদ্বোধ‌ন কর‌লেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের পা‌নি সম্পদ মন্ত্রণাল‌য়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এম‌পি। আজ দুপুর সোয়া ১২টার দি‌কে বেগম আশ্রাফুন‌নেছা হাসেম ১০ শয্যা বি‌শিষ্ট মা ও ‌শিশু কল্যান কেন্দ্রটি শুভ উদ্বোধন করেন উপমন্ত্রী।    এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তা‌হে‌র, স্বাধীনতা চি‌কিৎসক প‌রিষদ (স্বা‌চিপ) সভাপ‌তি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সেলান, প‌রিবার প‌রিকল্পনা অধিদপ্ত‌রের (এম‌সিএইচ-সা‌র্ভি‌সেস) ও লাইন ডাই‌রেক্টর (এম‌সি-আরএএইচ) প‌রিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ শরীফ, শরীয়তপুর পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।   ‌শুভ উদ্বোধন উপল‌ক্ষে শরীয়তপুর জেলা প‌রিবার প‌রিকল্পনা বিভা‌গের বাস্তবায়‌নে স‌খিপুর চরভাগায় এক সুধী সমা‌বে‌শের আয়োজন করা হ‌য়েছে। সুধী সমা‌বে‌শে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের পা‌নি সম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এম‌পি। উ‌ল্লেক্ষ্য, বেগম আশ্রাফুন‌নেছা হাসেম ১০ শয্যা বি‌শিষ্ট মা ও ‌শিশু কল্যান কেন্দ্রটি চার কো‌টি ৫৬ লাখ টাকা ব্য‌য়ে তৈ‌রি করা হয় । কেন্দ্র‌টি ২০১৭ সা‌লে শুরু হ‌য়ে শেষ হয় ২০১৯ সা‌লের জানুয়া‌রি‌তে। টেন্ডা‌রের মাধ্য‌মে কাজ‌টি পায় নুর এন্টার প্রাইজের এসএম সিরাজুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের পা‌নি সম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এম‌পির মা-বাবার না‌মে সরকা‌রি ১০ শয্যা বি‌শিষ্ট মা ও ‌শিশু কল্যান কেন্দ্রটির নাম করণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment