বেলজিয়াম-ব্রাজিলের যতো রেকর্ড

বেলজিয়াম-ব্রাজিলের যতো রেকর্ড

কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে বিশ্ব! তার আগে চলছে নানা হিসাব নিকাশ। কারা এগিয়ে এনিয়ে চলছে সমীকরণ। তার আগে ধারাবাহিক প্রতিবেদনে চলুন দেখে নেই ৩২ দলের বিশ্বকাপ রেকর্ড। এখানে থাকছে বেলজিয়াম ও ব্রাজিলের রেকর্ডগুলো।

বেলজিয়াম
সেরা সাফল্য-তৃতীয় স্থান (২০১৮ )
বিশ্বকাপে অংশগ্রহণ-১৪ বার (১৯৩০,৩৪,৩৮,৫৪,৭০,৮২,৮৬,৯০,৯৪,৯৮,২০০২,২০১৪,২০১৮ ও ২২)
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ – ১৯৩০ ( গ্রুপ পর্ব)

পরিসংখ্যান ও ফ্যাক্ট
বেলজিয়াম সর্বশেষ তিন বিশ্বকাপ বাছাইয়ে কোনো ম্যাচ হারেনি। তারা সর্বশেষ ২৮ ম্যাচ বাছাইয়ে অপরাজিত। তাদের সর্বশেষ পরাজয় বাছাই পর্বে ২০০৯ সালে।

বিশ্বকাপের মঞ্চে ৫০ ম্যাচ খেলার দোরগোড়ায় বেলজিয়াম। এখন তাদের ম্যাচ সংখ্যা ৪৮। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেললে তাদের ম্যাচ দাঁড়াবে ৫০। তখন তারা ১১ তম দেশ হিসেবে এই ল্যান্ডমার্ক স্পর্শ করবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বেও তাদের রেকর্ড ঈর্ষণীয়। শেষ ১২ ম্যাচে তারা অপরাজিত। জয় ৭টি ও ড্র ৫টি। বিশ্বকাপে টানা ৭ জয় নিয়ে তারা খেলতে নামবে এবার। তাদের সর্বশেষ পরাজয় ১৯৯৪ সালে সৌদি আরবের বিপক্ষে ০-১ গোলে।

ব্রাজিল
সেরা সাফল্য –চ্যাম্পিয়ন (১৯৫৮,৬২,৭০,৯৪,২০০২)
অংশগ্রহণ- ২২ বার
সর্বশেষ অংশগ্রহণ-২০১৮
বিশ্বকাপে স্বাগতিক-১৯৫০ (রানার্স আপ) ও ২০১৪ (তৃতীয়)

পরিসংখ্যান ও তথ্য
ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল। তারা সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন। দক্ষিণ আমেরিকার মধ্যে তারা একমাত্র দল যারা বিশ্বকাপের প্রতিটি আসর খেলেছে।

 

আপনি আরও পড়তে পারেন