‘বোলিংটা উপভোগ করছি’

নয় ম্যাচে ২৪৬ রান ও ১১ উইকেট শিকার করে সৌম্য যেন হয়ে উঠেছেন একজন দারুণ অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জানালেন, ক্যারিয়ার শক্ত ভিতে নিতেই বোলিংকে আঁকড়ে ধরা তার।

ব্যাটিং ভালো না হলে দলে অবদান রাখতেই বোলিংকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান সৌম্য, ‘বোলিংটা উপভোগ করছি। উইকেটও পাচ্ছি। এমন অনেক দিন হয় রান করতে পারি না। তখন খুব খারাপ লাগে দলের জন্য কিছু করতে পারলাম না। বোলিং থাকলে একটা আশা থাকে দিন শেষে দলের জন্য অবদান রাখতে পারব। বিপিএলে সেটাই করছি।’

অলরাউন্ডার কোটায় নিজেকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে চান সৌম্য, ‘বোলিং প্র্যাকটিসে ছিলাম সব সময়। ম্যাচে সেভাবে সুযোগ হতো না। এখন যেহেতু সুযোগ এসেছে, চিন্তা করছিলাম, সেটা কীভাবে কাজে লাগানো যায়। বিশেষ করে নিজের জন্য। এখানে ভালো করতে পারলে জাতীয় দলে গেলে অধিনায়ক আমার ওপর আস্থা রাখবেন কিছু করতে পারব।’

তবে বোলিংটা উপভোগ করলেও তার কাছে ব্যাটিংই প্রিয়, ‘আমি চার ওভারের জন্য চিন্তা করি না। শুধু বোলার হিসেবে খেলতে চাই না। কারণ আমার আগে ব্যাটিং। তাই ব্যাটিংয়ের দিকেই বেশি ফোকাস করি, পাশাপাশি বোলিং করি।’

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন