ব্যালট বাক্স শিক্ষার্থীদের দেখিয়ে ভিডিও, পরে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সব প্রার্থীর সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রভোস্ট শফিউল আলম ভূঁইয়া।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট জানান, ‌‘হলের সকল প্রার্থীর সামনে ব্যালট বাক্সগুলো খুলে সেগুলো সবাইকে দেখিয়ে এবং ভিডিও করে রেখে তারপর প্রার্থীদের সামনেই ব্যালট বাক্সগুলো সিলগালা করে ভোটগ্রহণ শুরু হয়েছে। ’

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমনটি করা হয়েছে বলে জানান শফিউল আলম ভূঁইয়া। একই তথ্য জানিয়েছেন রোকেয়া হলের প্রভোস্টও। তিনি জানান, নারী শিক্ষার্থীদের এই হলে সবচেয়ে বেশি ভোটার রয়েছে। তাই বুথের সংখ্যা ৫০টি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment