ভাইকিংসের সামনে কিংসের রানের পাহাড়

অনেকটা বাঁচা-মরার লড়াই রাজশাহী কিংসের। ঘরের মাঠে টস ভাগ্যও গেলো চিটাগং ভাইকিংসের দিকে। মেহেদী মিরাজকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানালেন মুশফিকুর রহিম।

শুরুটা ভালোই হল কিংসদের। দলীয় ৫০ রানে ওপেনার সৌম্য সরকার ফিরে গেলেও ল্যারি ইভান্সকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান আরেক ওপেনার জনসন চার্লস। দলীয় ১২০ রানের সময় ইভান্স ফিরে যাওয়ার পর অর্ধশতক হাঁকিয়ে আবু জায়েদের শিকারে পরিণত হন চার্লস। ২৭ রানে ডেসকাট রানআউট হলে ঝড় তোলেন ক্রিস্টিয়ান জনকার। রাজশাহী করে ১৯৮ রান।

স্কোর:
রাজশাহী কিংস: ১৯৮/৪ (২০)
জনসন চার্লস ৫৫ (৪৩)
সৌম্য সরকার ২৬ (২০)
ল্যরি ইভান্স ৩৬ (২৯)
রায়ান টেন ডসকেট ২৭ (১২)
ক্রিস্টিয়ান জনকার ৩৭ (১৭)
ফজলে মাহমুদ ১* (১)

বোলার:
আবু জায়েদ ৪-০-২৪-১
খালেদ আহমেদ ৪-০-৩২-২
নাঈম হাসান ৪-০-৪৪-০
রবিউল হক ৪-০-৪৯-১
ক্যামেরন ডেলপোর্ট ৩-০-৩৩-০
সিকান্দার রাজা ১-০-১০-০

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment