ভারতকে আইসিসির জরিমানা

আবারো আইসিসির জরিমানার মুখে পড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির পর পঞ্চম টি-টোয়েন্টিতেও স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়লেন রোহিত শর্মারা।

এ নিয়ে একই সিরিজে দুইবার জরিমানা গুনতে হল ভারতকে।

রোববার (২ ফেব্রুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হয় দুদল। আগের চার ম্যাচের সাফল্যের ধারা বজায় রেখে এই ম্যাচেও জয় তুলে নেয় সফরকারীরা। তবে ধীর ওভার রেটে এদিনও অভিযুক্ত হতে হয় ভারতকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং তথা ইনিংস শেষ করতে না পারলে বল করা দল পরবর্তী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা গুনবে। সে অনুযায়ী ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর আগে চতুর্থ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার শেষ করতে পারেনি ভারত, তাই প্রত্যেকে গুনেছিলেন ২০ শতাংশ জরিমানা।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন