ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

৫ জানুয়ারি ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এই টেস্টের জন্য আজ শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম চার দিনের দিবারাত্রির টেস্টে ভাইরাসজনিত অসুস্থ্যতায় ছিলেন না অধিনায়ক ফাপ ডু প্লেসিস। ছিলেন না ডেল স্টেইনও। ভারতের বিপক্ষের টেস্টে ফিরেছেন তারা দুজনই। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ক্রিস মরিসকেও। ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। পেসার দুয়ানে অলিভিয়েরের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিনি।

কুইন্টন ডি কক জিম্বাবুয়ের বিপক্ষের টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লেও তাকে দলে রাখা হয়েছে। আশা করা হচ্ছে ৫ জানুয়ারির আগেই তিনি সুস্থ্য হয়ে উঠবেন। যদি সে পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠেন তাহলে এবি ডি ভিলিয়ার্সের হাতেই উঠবে গ্লাভস।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : ফাপ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিওনিস ডি ব্রুইনি, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ে, ভারনন ফিলান্ডার, কাগিসু রাবাদা ও ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment