ভারতে কমেই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমেই চলেছে। পরিবর্তিত দামে রবিবার দিল্লিতে পেট্রলের দাম হল ৭১ টাকা ৭৩ পয়সা, কলকাতায় পেট্রলের দাম ৭৩ টাকা ৭৯ পয়সা,মুম্বইতে দাম ৭৭ টাকা ৩৪ পয়সা এবং চেন্নাইতে দাম ৭৪ টাকা ৪৬ পয়সা। খবর এনডিটিভি’র।কলকাতা আর দিল্লিতে পেট্রলের দাম কমছে ৪২ পয়সা। চেন্নাইতে দাম কমল ৪৪ পয়সা আর চেন্নাইতে ৪১ পয়সা। কমেছে ডিজেলের দামও।পেট্রল এবং ডিজেলের নতুন দাম কার্যকর হয়েছে রবিবার ভোর ৬ টা থেকে।

দিল্লিতে ডিজেলের নতুন দাম ৬৬ টাকা ১১ পয়সা। কলকাতায় দাম ৬৭ টাকা ৮৬ পয়সা। মুম্বইতে ডিজেলের নতুন দাম ৬৯ টাকা ২৭ পয়সা। আর চেন্নাইতে দাম ৬৯ টাকা ৮৮ পয়সা। এ ক্ষেত্রে দিল্লি এবং কলকাতায় ডিজেলের দাম কমেছে ১৭ পয়সা করে আর বাকি দুটি মেট্রো শহরে দাম কমেছে ১৮ পয়সা করে।

আপনি আরও পড়তে পারেন