ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ, রবিবার বিকেলে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলা বাজার হলে ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জাদুকরি সম্মোহনী শক্তিই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল গুলির সামনে বুক পেতে দিতে। তিনি বরাভয় দিয়েছিলেন বলেই ভয় পায়নি জাতি। তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করেছে। ২৩ বছরের পাকিস্তানি শোষণ-জুলুম-নির্যাতন-নিষ্পেষণের জিঞ্জির ভেঙে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন বঙ্গবন্ধুর শেখ মুজিব।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের গুণাবলি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর বলেন, বঙ্গবন্ধুর আহŸানে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই মহান নেতার আদর্শের আলোকে আমাদেরকে পথ চলতে হবে।
মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment