ভূঞাপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

ভূঞাপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

মোঃ আব্দুর রহীম মিঞা ( টাঙ্গাইল) ভূঞাপুর  প্রতিনিধি ঃ

 

টাঙ্গাইলের ভূঞাপুরে  কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস আক্তারের উপস্থিতিতে পাওয়ার টিলার, ধান মাড়াই, তৈল জাতীয় ফসল কাটা, বীজ বপন যন্ত্রপাতি পৌরসভার বামনহাটা গ্রামের সি এস ডি কৃষক সমিতিকে এসব যন্ত্র বিতরণ করা হয়। এসব যন্ত্রপাতি অন্যান্য সদস্যের উপস্থিতিতে সিএসডির সমিতির সভাপতি শামছুল হক খান এর হাতে তুলে দেওয়া হয়। এসব যন্ত্রপাতি বিতরণের সময় ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডঃ হুমায়ন কবীর বলেন উপকারভোগী সমবায়ী কৃষকদের মাঝে পাওয়ার টিলার,তৈল বীজ জাতীয় ফসল মাড়াই, ফসল কাটা, আউশ ধান মাড়াই,ঝাড়াই যন্ত্র প্রান্তিক কৃষকদেরকে মাঝে বিতরণ করা হয়। ফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন এসব যন্ত্রপাতি কাউকে একক ভাবে দেওয়া হয়নি । সমিতির সকল সদস্য এর উপকার ভোগী হবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হযরত আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ।

 

 

আপনি আরও পড়তে পারেন