ভূঞাপুরে শীতার্থের মাঝে এমপি ছোট মনিরের কম্বল বিতরণ

ভূঞাপুরে শীতার্থের মাঝে এমপি ছোট মনিরের কম্বল বিতরণ

মোঃ আব্দুর রহীম মিঞা ( টাঙ্গাইল) প্রতিনিধি ঃ

 

মাঘে হাঁড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাঝে মাঝে বইছে শৈত্য প্রবাহ। ফলে এ শীতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের দুঃখ কষ্টের শেষ নেই। এই শীতে এসব মানুষগুলো অর্থাভাবে শীতে শীতবস্ত্র বা কম্বল কিনতে পারেন না। তাই তাদের কষ্ট লাঘবে প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির তার নির্বাচনী এলাকায় টানা দুই দিন ব্যাপি ভূঞাপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৭ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ প্রদান করেছেন। এছাড়া, গোপালপুর উপজেলায় ৭ হাজার কম্বল দিয়েছেন তিনি। সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে ৩’শ বীরমুক্তিযোদ্ধা ও দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পৌর এলাকার ১ হাজার ৮’শ হতদরিদ্রদের মাঝে কম¦ল বিতরণ করা হয়। এরআগে রবিবার (২২ জানুয়ারি) দিনব্যাপি উপজেলার অলোয়া, নিকরাইল, গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন তিনি। কম্বল হাতে পেয়ে উপজেলার গোবিন্দাসী এলাকার ৮৫ বয়সী চন্দ্র বানু বলেন, ‘অভাবের তাড়নায় তিন বেলা খেতেই হিমসিমে পড়তে হয়। তার মধ্যে শীতের কাপড় কিনব কি করে। এই শীতে একটি কম্বল যে কত দরকার তা একমাত্র শীতে কষ্ট পাওয়া মানুষগুলোই ভালো জানে। আর এ শীতে আমাগো মতো গরীবের কষ্ট বুঝে এমপি ছোট মনির রঙিন কম্বল দিয়েছে। কম্বল পেয়ে শীতে চিন্তা মুক্ত হলাম, নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব’। বকুল মিয়া, মহর আলী ও জলিল বলেন, ‘কনকনে শীতে ঘরে থাকা যায় না, চারপাশ দিয়ে শীতের ঠান্ডা বাতাস ঢোকে। তাই কোন রকম কাথার ভিতরে ছেলে-পুলে নিয়ে কষ্টে থাকতে হয়। শীতে আমাদের কষ্টের সীমা নেই। টেহার অভাবে আমরা শীতের গরম কাপড় কিনতি পারি না। হাঁড় কাপানো শীতে এমপি ছোট মনিরের কম্বল পেয়ে অনেক খুব খুশি হলাম’। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, শাহ আলম আকন্দ শাপলা প্রমুখ। টাঙ্গাইল- (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির জানান, কনকনে এ শীতের প্রকোপে অনেক অসহায়-হতদরিদ্র, রাস্তায় থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পরিবারের লোকজন কষ্ট করে থাকেন। টাকার অভাবে গরম শীতবস্ত্র কিনতে পারেন না। তাই তাদের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় বীরমুক্তিযোদ্ধাসহ ১৪ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।

 

আপনি আরও পড়তে পারেন