ভোজ্যতেল উৎপাদন ও আমদানিতে ভ্যাট মওকুফ

ভোজ্যতেল উৎপাদন ও আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৩ মার্চ) এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট কমানোর জন্য এনবিআরকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন