মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি শুভ উদ্ধোধনী ও গুনিজন সংর্বধনা অনুষ্টান সম্পন্ন

মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি শুভ উদ্ধোধনী ও গুনিজন সংর্বধনা অনুষ্টান সম্পন্ন

মোহাম্মদ রবিউল হোসেনঃ

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ৩টাই  কদমতলী রাহাত সেন্টার  থেকে  বর্ণাঢ্য র‌্যালি দিয়ে অনুষ্ঠান শুরু র‌্যালিটি কদমতলী থেকে বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় কলেজিয়েট স্কুলে বর্ণাঢ্য র‌্যালি শেষ হয়।

এরপরে বৃক্ষ রোপন, একাডেমী অনুশীলনের  শুভ উদ্ধোধন,১২ জন বিশিষ্টজনকে মরোত্তর সংর্বধনা,৫জন বিশিষ্টজন সংর্বধিত,১০ ফুটবল সংগঠকে সংর্বধনা,৬জন চট্রগ্রামের জনপ্রিয় দৈনিক পত্রিকার ৬জন ক্রীড়া সাংবাদিকে সংর্বধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়, উক্ত অনুষ্ঠানে একাডেমীর সভাপতি লায়ন এম এ মুছা বাবলু সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আকতার হোসেন পরিচালনায়  অনুষ্ঠিত হয়।

করোনাকালে মৃত্যু বরনারীদের জন্য একমিনিট নিরবতা পালনের মধ্যে মূল অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমী  প্রধান উপদেষ্টা আজিজু্র রহমানউক্ত অনুষ্টানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব দানুয়া মিয়া সওদাগর, আলতাজ বেগম বুবলী,মোহাম্মদ আলমগীর,ইকবাল হোসেন,চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্হার কাউন্সিলার মশিউল আলম স্বপন, সাহেলা আবেদীন,রোপা রোজারীন,একাডেমির উপদেষ্টা সদস্য আবদুর সোবহান,জহির মিয়া,মোহাম্মদ জাফর, আবদুল মতিন,মোহাম্মদ শাহজাহান, আবদুর রহিম,মোঃ কামাল,মনির হোসেন, মোঃজামাল,আবদুল আজিজ, আলাউদ্দিন ভূঁইয়া,মোঃমোশাররফ হোসেন লিটন, নূর জাহেদ বাবলু,ফারুক রানা,আরিফুর রহমান রানা,কামরুল পারভেজ জসি,রফিকুল ইসলাম মিঠু,আবদুল হামিদ নয়ন,রিজভী হাসান সানী,সাইফুর রহমান রানা,ওমর ফারুক,আরাফাত আমজাদী,মোহাম্মদ আলোউদ্দীন,আবদুল হামিদ জনি,আমিনুল ইসলাম আজাদ,ইসমাইল,সাইমন আহমেদ সাহেদ,ওয়াহিদুল আলম অভি, নুরুউদ্দিন,মোঃ লোকমান,এয়ার মাহমুদ মিন্টু,ইরফান হোসেন সজিব,আবদুল মালেক,মিনহাজ মাসুম,মাকসুদ,আরিফুল ইসলাম মারুফ,মোঃ রুবেল,মোহাম্মদ ইমন,আরমান হোসেন ইমন,মোঃ শহিদ,ইয়াসিন,আকাশ,সিরাম,আলামিন,হৃদয় হোসেন মান্না,বিভিন্ন সামাজিক  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‌্যালি থেকে  বিভিন্ন অসহায় দুস্থদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়।প্রধান অতিথি আজিজুর রহমান বলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও মাদারবাডী শোভনীয়া ফুটবল একাডেমী কে আগামী দুই বছরের জন্য যাবতীয় কামকন্ডের ব্যয় বার বহন করবেন এবং সবসময় পাশে থাকার আশাবাদ বক্ত করেন। ফুটবল খেলাকে হৃদের ধারন করেন।

আপনি আরও পড়তে পারেন