মাদারীপুরে চার মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার র‌্যাব-৮

মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবা বড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মো. শাওন মাতুব্বর (২৫), মো. সুমন শেখ (২৬), মীর রাশেদ (২৪) ও মো. সোহান চৌকিদার (২২)। এঁরা সবাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, সদর উপজেলার বাদামতলা এলাকার একটি ইলেক্ট্রনিক্স দোকানের মধ্যে দেশীয় অস্ত্র ও ইয়াবা বেনাকেনা করত। এমন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই দোকান থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় ০৩ টি রামদা, ৬৩টি ইয়াবার বড়ি, মাদক বিক্রির ৩ হাজার ৮৮০ টাকা, ৬টি মোবাইল ও ০৮টি সীমকার্ড জব্দ করা হয়। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তারা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির করত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা করেছেন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment