মাশরাফিদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

হার দিয়ে বিপিএল শুরু করেছিল ঢাকা প্লাটুন। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে হেরে যায় মাশরাফি-তামিমরা। আজ তাদের দ্বিতীয় পরীক্ষা। প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙ্গা।

শুরুতে বড়সড় ধাক্কা খাওয়ার পর দলনেতা মাশরাফি বিন মুর্তজা বলেছেন আরেকটু সময় প্রয়োজন তার। এখন দেখার অপেক্ষা আজ তারকাখচিত কুমিল্লার বিপক্ষে জয় দিয়ে রাঙাতে পারেন কি-না। যদিও কুমিল্লা আছে বেশ ছন্দে। প্রথম ম্যাচে তারা রংপুর রেঞ্জার্সকে রীতিমত উড়িয়ে দিয়েছিল। আজও জয় দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় দলটি।

টুর্নামেন্টের বড় দল ঢাকা। দেশি-বিদেশি তারকা নিয়ে গড়া দলটি যাত্রাতেই হোঁচট খাওয়ার পর আজ কোমর বেঁধেই নামবে। যে ভাবে হোক জয় চাই-এমন মন্ত্র তাদের হৃদয়ে। তবে জয়টা যে সহজ হবে না তাও একপ্রকার অনুমেয়।

কুমিল্লা এবারের আসরের অন্যতম ব্যালেন্স টিম। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই তারা বেশ শক্ত। আগের ম্যাচে লংকান তারকা দাসুন শানাকা ব্যাট হাতে ঝড় তোলেন। ৯ ছক্কায় রংপুর বোলারদের কচুকাটা করেন তিনি। তাতেই ম্যাচ চলে যায় কুমিল্লার হাতে। তবে ঢাকার ডেরায় আফ্রিদি-তামিম আর পেরেরার যদি জ্বলে উঠেন তাহলে বিপদ। কেবল কুমিল্লা নয়, তাদের দিনে যে কোনো প্রতিপক্ষই পিছু হটতে বাধ্য।

এ দিকে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মিরপুরে রাজশাহী রয়্যালেস মুখোমুখি হবে সিলেট থান্ডার। নিজেদের প্রথম ম্যাচে সিলেট হার মানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। আর রাজশাহী জিতেছিল ঢাকার বিপক্ষে।

ঢাকা প্লাটুন স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক:), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলী, শহীদ আফিদি, লুইস রিস, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও আসিফ আলী।

কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), সৌম্য সরকার, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হাসান অনি, ডেভিড মালান, দাসুন শানাকা, কুশাল পেরেরা ও মুজিব উর রহমান।

আপনি আরও পড়তে পারেন