মিরপুরে ব্যাটিং অনুশীলন করছেন বোলাররা

বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার থেকে। বিপ টেস্ট ও জিমের পর শুরু হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন। আজ মিরপুরে বোলাররাও ব্যাটিং অনুশীলন করেছেন।

অনুশীলন শেষে বোলারদের ব্যাটিং অনুশীলন নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘অনেক ক্লোজ ম্যাচে বোলারদেরও ব্যাট হাতে ভূমিকা রাখতে হয়। সেক্ষেত্রে অন্যান্য দেশের লোয়ার অর্ডার অনেক উন্নত। আমাদের যে উন্নতি হয়নি, তা না। আগের থেকে উন্নতি হয়েছে। যদি ১৫ থেকে ২০টা রান করতে পারি লোয়ার অর্ডারে তাহলে দলের লাভ হবে, জেতার সম্ভবনাও বাড়বে। পজেটিভ খেলার অনুশীলন করছি। যেটা বাজে বল ওটাকে পানিশ করা। উলটাপালটা না। বেসিকে সোজা খেলা। বোলারদেরও ভাল ব্যাটিং দেখতে পাবেন’

বোলিং নিয়ে বিশেষ কি হচ্ছে? জানতে চাইলে তাসকিন বলেন, ‘এটা আসলে স্কিল নিয়ে ড্রিল করছিলাম। সিম পজিশন ঠিক করা, যার যা শক্তি। আউটস্যুয়িং, ইনস্যুয়িং, ইনকাট। যার যা শক্তির জায়গা ওটা কিভাবে ইম্প্রুভ করা যায়। এবং একুরেসিটা কীভাবে বাড়ানো যায়।’

‘সত্যি কথা বলতে শেষ দুটি সিরিজ আমাদের ভালো যায়নি। বিশেষ করে সাউথ আফ্রিকা সিরিজটা বোলারদের জন্য খুব খারাপ ছিল। আশা করি আমরা নেক্সট সিরিজে ফিরে আসব। সবাই হার্ড ওয়ার্ক করছে। তাগিদটাও সবার বেশি। সেজন্য আউটকামও ভাল হবে।’ যোগ করেন তাসকিন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment