মুখ খুললেন ‘পাকিস্তানের হারের কারণ’ হাসান

একটি ক্যাচ মিস করেই পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন হাসান আলি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ তিনি, এমনটিও বলছেন অনেকে। এই ঘটনায় হাসান আলিও রীতিমতো মুষড়ে পড়েছেন। পাকিস্তানের সমর্থকদের অনুরোধ করেছেন, তার ওপর থেকে যেন ভরসা হারিয়ে না ফেলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসান আলি লিখেছেন, ‘আমি জানি, সকলেই আমার পারফরম্যান্সে হতাশ। আমার পারফরম্যান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিন্তু আমার থেকে বেশি হতাশ কেউ না। আমার ওপর থেকে ভরসা হারাবেন না। আমি ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাব। তার জন্য কঠোর পরিশ্রম করব। আর এটাই আমাকে মানসিক শক্তি যোগাবে।’

সুপার টুয়েলভের সব ম্যাচ জেতার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। ওই ম্যাচে ১৮তম ওভারের তৃতীয় বলে শাহিন আফ্রিদির বলে অজি উইকেটকিপার ম্যাথিউ ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান আলি। আর ওয়েড পরের তিন বলে পরপর ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন।

এরপর ম্যাচ হেরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও ক্যাচ ছাড়াকেই দায়ী করেন। এখন পাকিস্তানজুড়ে হাসান আলির বিপক্ষে দেখা যাচ্ছে সমালোচনা। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বিশ্ব ক্রিকেটও পাশে দাঁড়িয়েছে হাসান আলির। এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন হাসান আলি।

 

 

 

আপনি আরও পড়তে পারেন