মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে কোটি টাকার কারেন্টজাল জব্দ

মো: জাফর মিয়া,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার
ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় মাষ্টার ফিশিং নেট কারখানায়
অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার তৈরী নিষিদ্ধ
কারেন্টজাল জব্দ করেছে র‌্যাব ১১ । শুক্রবার মধ্য রাত থেকে র‌্যাব ১১
মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এসপি মহিতুল
ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে র‌্যাব সদস্যরা
মাষ্টার ফিশিং নেট কারখানা, ১টি আয়রন করার কারখানা ও ১ টি
গোডাউনে তল্লাসি চালায় । এ সময় গোডাউনগুলোতে বড় বড়
হাউজে প্রক্রিয়াজাত করা অবস্থায় বিপুল পরিমান তৈরী
কারেন্টজাল জব্দ করেন। এগুলো বাজারজাত করার লক্ষে আয়রনের জন্য
মালিক কর্তৃপক্ষ মজুদ করেছিলো । এছাড়াও কারখানার ভেতর
থেকেও মজুদ করা বিপুল পরিমান কারেন্টজাল জব্দ করা হয় । শনিবার
বিকাল ৪ টার দিকে র‌্যাব কারখানার মালিককে ৫০ হাজার টাকা
জরিমানা ও কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় র‌্যাব।
জব্দকৃত কারেন্টজালের মূল্য ১ কোটি ৫২ লক্ষ টাকা বলে
জানিয়েছে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:
নাসিরউদ্দিন।
এ ব্যাপারে র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার এ
এসপি মহিতুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত কারখানার মালিক
কারেন্টজাল মেশিন সড়িয়ে না নিবে ততোদিন কারখানাটির
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে । জব্দকৃত কারেন্টজালগুলো
আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment