মুলার কেজি ৪ টাকা

মুলার কেজি ৪ টাকা

দিনাজপুরের হিলিতে প্রতি কেজি মুলার দাম এখন মাত্র ৪ টাকা। দেড় সপ্তাহের ব‍্যবধানে মুলার দাম কেজিতে ৪৬ টাকা কমে এখন মাত্র ৪ টাকায় বিক্রি হচ্ছে হিলি বাজারে।

ফলন ভাল হওয়ায় এবং চাহিদার চেয়ে বাজারে বেশি আমদানি হওয়ায় কমেছে মুলার দাম— এমনটি বলছেন বাজারের সবজি ব‍্যবসায়ীরা।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, ১০ থেকে ১২ দিন আগে প্রতি কেজি মুলায়ের দাম ছিলো ৪৫ থেকে ৫০ টাকা। এখন সেই মুলা এখন ব‍্যবসায়ীরা বিক্রি করছেন ৪ থেকে ৫ টাকা কেজি দরে।

সবজি কিনতে আসা হাসিবুল, রানা, মজিবর ও এখলাছের সঙ্গে কথা হয়। তারা রাইজিংবিডিকে বলেন, ‘বর্তমান বাজারে সব সবজির দাম কম এবং  অর্ধেকের নিচে। কিন্ত মুলায়ের দাম পানির দামের চেয়েও কম। ৫০ টাকার মুলা মাত্র ৪ টাকাতে কিনলাম। দাম কম পাওয়ায় দুই থেকে তিন কেজি করে মুলা কিনলাম।’

হিলি বাজারের সবজি ব‍্যবসায়ী আজগর আলী রাইজিংবিডিকে বলেন, ‘আল্লাহ দিলে এইবার মুলার প্রচুর ফলন হয়েছে। কয়েক দিন আগেও মুলার দাম ছিলো অনেক বেশি। হঠাৎ আমদানি বৃদ্ধির কারণে দাম কমে গেছে। আমরা ১২০ টাকা দরে প্রতি মণ মুলা পাইকারি ক্রয় করছি। আবার খুচরা বাজারে তা বিক্রি করছি ১৮০ থেকে ২০০ টাকা মণে।’

মুলাচাষি সোহরাফ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আমি ১২ কাঠা জমিতে এইবার মুলা চাষ করেছি। খুব ভাল ফলন হয়েছে। আজ হিলি হাটে ৮ মণ মুলা নিয়ে এসেছিলাম। প্রতিমণ ১২০ টাকা করে পানি দরে বিক্রি করলাম। দর কম পেয়েছি তাতে সমস্যা নেই। কেননা গত কয়েক মাস ধরে ৩৫ থেকে ৪০ টাকা দরে বাজারে পাইকারি দিয়েছি। তালে ভালোই লাভ হয়েছে।’

আপনি আরও পড়তে পারেন