মেসির পিএসজিতে যাওয়া নিয়ে কী বললেন সাকিব?

মেসির পিএসজিতে যাওয়া নিয়ে কী বললেন সাকিব?

আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধভক্ত সাকিব আল হাসান। বার্সেলোনা ফুটবল দলের প্রতিও বিশেষ টান আছে টাইগার অলরাউন্ডারের। সাকিবের ফুটবল প্রেমের পুরোটা জুড়ে লিওনেল মেসি। বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, ফুটবলের এই সুপারস্টারের কতটা ভক্ত তিনি। সম্প্রতি বার্সা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। তার এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সাকিব?

মেসির শৈশব, কৈশোর সবই কেটেছে বার্সায়। বার্সা আর মেসি যেন একই শব্দের প্রতিরূপ হয়ে উঠেছিল। তবে হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হলো সব। নিজের ঘর ছেড়ে পরবাসে মেসি। বেশ নাটকীয়তার পর নাম লেখালেন ফ্রান্সের লিগ ওয়ানের দল পিএসজিতে। ২৯শে আগস্ট রাতে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাকিব বললেন, মেসির এই সিদ্ধান্ত পারফেক্ট লেগেছে তার কাছে।

এর কারণও ব্যাখ্যা করেন সাকিব, ‘ওর (মেসি) মতো খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার মানে হয় না। তারপরও আমি বলবো ওর জন্য পারফেক্ট সিদ্ধান্ত ছিল। ওর ক্যারিয়ারের জন্য, ওর ক্যারিয়ার যে অবস্থায় আছে হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। ওটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জিতবে। এই জন্য হয়তো দলটাকে পছন্দ করেছে।’

এদিন আরও বেশকিছু বিষয় নিয়ে কথা বলেন সাকিব। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে কিউইরা। অথচ এই সফরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাওয়া কোনও ক্রিকেটার পাঠায়নি নিউজিল্যান্ড ক্রিকেট। রীতিমতো দ্বিতীয় সারির একটি দল পাঠিয়েছে তারা। এই দ্বিতীয় সারির শব্দটিতে আপত্তি সাকিবের। এজন্য চিন্তাভাবনায় পরিবর্তন আনতে বললেন তিনি।

সাকিব বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করতে পারবো না। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও নিউজিল্যান্ড দলটা বেশি অভিজ্ঞ না, তারপরও তারা অনেক ভালো দল। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছে ওরাই এই দলে আছে। ওদের সঙ্গে জিততে গেলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই যেভাবে বলছে খুব সহজেই জিতে যাবো। আসলে খেলাটা অতোটা সহজ নয়।’

সঙ্গে আরও জানান সাকিব, ‘আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মিডিয়া এই ধরনের চিন্তাগুলো করে থাকে। যে বি দল, সি কিংবা অন্য দল। আসছে আসলে নিউজিল্যান্ড জাতীয় দল। আমাদেরকে ওইভাবেই তাঁদের রেসপেক্ট করা উচিত। ওইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না। যারা চিন্তা করছে তাঁদের চিন্তা-ভাবনা পরিবর্তন করা জরুরি।’

আপনি আরও পড়তে পারেন