মেসি প্রতি বছর রূপ বদলায়

মেসি প্রতি বছর রূপ বদলায়

লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়ার পর থেকে ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নতুন পথচলা। ফ্রান্সের সবচেয়ে দামি ক্লাব পিএসজি। যেখানে আগে থেকেই আছেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের মত তারকা ফুটবলাররা।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সংযোজনে ক্লাবটি আরও পরিপূর্ণ হয়ে উঠেছে। বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার এরিক আবিদাল মেসির পিএসজিতে যোগদানের পর বলেন, ‘মেসি অন্যদের চেয়ে আলাদা প্রতি বছর সে নিজেকে ছাড়িয়ে যায়।’

বার্সার হয়ে দুবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকা এরিক আবিদাল পিএসজির ত্রিরত্ন মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এই ত্রিরত্নকে নিজেদের সঙ্গে তাল মিলিয়ে নিতে হবে।’

ফরাসি তারকা ফুটবলার আরও বলেন, ‘আমার ডিফেন্ডারদের কথা ভেবে চিন্তা হয়, যেদিন এই ত্রিরত্ন নিজেদেরকে মাঠে মানিয়ে নেবে সেদিন গোল উৎসব হবে।’ পিএসজি দলবদলের সময় অনেক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে কিন্তু তারা এখনো একে অপরের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি।

আবিদাল আরও বলেন, ‘আমি শুরুতে ফুটবলার হিসেবে যেমন ছিলাম মেসি তেমন নয়। সে নিজেকে প্রতিনিয়ত পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে পারে যার কারনে তার সঙ্গে খেলা ফুটবলারদেরও উন্নতি হয়।’

ফরাসি তারকা আবিদাল বার্সেলোনায় ছয় মৌসুম খেলেছেন। মেসির সঙ্গেও খেলেছেন যার ফলে মেসির খেলার ধরন খুব ভালো করে জানেন এরিক।

আপনি আরও পড়তে পারেন