ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জয়

ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জয়

প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জয়
রোববার দুই দলই খেলেছে প্রতিপক্ষের মাঠে। ওয়েস্ট ব্রমের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ২৭ মিনিটে রোমেলু লুকাকুর গোলের পর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড। ৭৭ মিনিটে স্বাগতিকদের একমাত্র গোলটা করেন গ্যারেথ ব্যারি।

আর বোর্নমাউথের মাঠে লিভারপুলের গোল উৎসবে শুরুটা করেছিল ব্রাজিলিয়ান প্লে-মেকার কুতিনহো। ২০ মিনিটে কুতিনহোর গোলের পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লভরেন বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিট) স্কোরলাইন ৩-০ করেন দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালাহ। ১৪ গোল করে এখন পর্যন্ত এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা মিশরের এই ফরোয়ার্ড। ৬৬ মিনিটে দলের চতুর্থ গোলটা করেন ফিরমিনো।

এই জয়ে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। ৩৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের ঠিক ওপরেই চেলসি। দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment