ম্যানচেস্টার সিটি হতে চায় ব্রাজিল!

বিশ্বকাপের ব্যর্থতা এখনো ভুলতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে সুন্দর ফুটবলে সবাইকে চমকে দেওয়া তিতে বিশ্বকাপে ধরে রাখতে পারেননি দলের সেই প্রাধান্য। বিশ্ব ফুটবলে আবারও নিজেদের ফিরে পেতে নতুন করে দল সাজাচ্ছেন তিতে। ট্যাকটিকস আর খেলোয়াড় নির্বাচনেও একটু এদিক-ওদিক করছেন। আর সে কাজে নাকি আদর্শ মানছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে!

দুই সপ্তাহের জন্য বিরতি চলছে ক্লাব ফুটবলে। ইউরোপে চলছে নেশনস লিগের বিভিন্ন গ্রুপের ম্যাচ। আফ্রিকা, আমেরিকার দেশগুলোও বসে নেই। জাতীয় দলের অবস্থা বুঝতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে দলগুলো। তেমনই এক প্রীতি ম্যাচে পরশু উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি ছিল নেইমারের। আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন পিএসজি ফরোয়ার্ড।

মূল একাদশের সবাইকে নিয়ে নামেনি উরুগুয়ে। তবে গোলের জন্য দলটির দুই মূল ভরসা লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি ঠিকই নেমেছিলেন। তিতে তাই তৃপ্ত, এই দুই ভয়ংকর স্ট্রাইকারকে শূন্য হাতে ফেরাতে পেরেছে তাঁর দল। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘এটা ছিল দক্ষিণ আমেরিকান ডার্বি। এটা যদিও প্রীতি ম্যাচ ছিল, আমরা উরুগুয়েকে সমীহ করি। ওরা আজ দুটো ভিন্ন উপায়ে খেলেছে এবং দুটোই বেশ ভালো কাজে লাগিয়েছে। ওরা অনেক সুযোগ সৃষ্টি করেছে এবং বল নিয়ে ভেতরে ঢুকে যাওয়ার পথ বের করেছে, ওদের আক্রমণভাগ ভয়ংকর।’

প্রতিপক্ষের আক্রমণ সামলে নিজেরা প্রতি আক্রমণে যাওয়া, সে অনুযায়ী দল সাজানো-এত সব সামলানো সহজ নয়। দলের মাঝে একটা ভারসাম্য আনতে না পারলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে। তিতে তাই পেপের দলের খেলা থেকে কৌশল শেখার চেষ্টা করছেন, ‘চিন্তা করুন ওরা (উরুগুয়ে) ম্যাচে যেভাবে আক্রমণ করেছে, তারপরও আমরা ওদের নিয়ন্ত্রণে রেখেছি। ওরা বারবার বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছিল, উরুগুয়েকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই ম্যাচে উরুগুয়ে আমাদের রক্ষণে ফাঁক খোঁজার চেষ্টা করছিল। এর মাঝেই টানা তিন ম্যাচে আমরা কোনো গোল হজম করিনি। ইংল্যান্ডে আমি ম্যানচেস্টার সিটিকে অনুসরণ করি, ওরা খেলার মধ্যে যেভাবে ভারসাম্য আনে, আমিও সেটাই আনার চেষ্টা করছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment