রাখাইন হত্যার বিচারের দাবিতে সকল ধর্মের মানুষের মানববন্ধন

রাখাইন হত্যার বিচারের দাবিতে সকল ধর্মের মানুষের মানববন্ধন

বরগুনা প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে নোথায়ং মগ নামের এক রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবিতে সকল ধর্মের মানুষেরা মানববন্ধন করেন।


বুধবার(০৬ জানুয়ারি ) বেলা ১১ টার দিকে তালতলী সদর রোডে সকল শ্রেণী-পেশার মানুষ মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন।


মানববন্ধনে বক্তারা বলেন গত ২০১৭ সালের ২২ জুন উপজেলার নামেশে পাড়া এলাকায় নোথায়ং মগ নামের এক রাখাইন ব্যক্তির অর্ধগলিত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ ।এরপরে তালতলী থানায় মৃত্যু নোথায়ং মগের নাতি জোয়েন মগ বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। যে খানে আসামী করা হয় একই এলাকার শাহআলম মীর,ইলিয়াস মীর,আল-আমিন মীর ও নজরুল কে।কিছুদিন পরে সরাসরি একটি হত্যা মামলা দায়ের করেন আমতলী কোর্টে। যেখানে ঐ ৪ জন ছাড়াও আসামী করা হয় শাহ আলম মীরের স্ত্রী ফাতেমা,আঃ হক দফাদার ও ছগির কে

পরে মামলাটি ৫০২ডি(১) আনুযায়ী এস্টে করায় বাদী আফ্রুসে মগ বরগুনা বরগুনা জেলা ও দায়রা জজ আদালত ফৌঃ রিভিশন মামলা দায়ের করেন। ফৌঃ রিভিশন শুনানির পরে জোয়েন মগের মামলার সাথে এড করে তালতলী থানার অফির্সাস ইনচার্জকে তদন্ত নির্দেশ দেয় আদালত। পরে মামলাটি ডিবিতে বদলী হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ উদ্দিন ও অফিসার ইনচার্জ খন্দকার জাকির

এরপরে তিন বছর পার হলেও হত্যার কোনো রহস্য উদঘাটিত হয়নি।

আপনি আরও পড়তে পারেন