রাজধানীতে মরিচের ঝাল বাড়ছেই

রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজিতে দাম বেড়েছে।  গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশিরভাগ সবজির দামই বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত।

কেজিতে ৩০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ১০ টাকা বেড়ে বরবটি ও পটল ৬০, টমেটো ১২০, ঢেড়শ ৬০ টাকা এবং ২০ টাকা বেড়ে বেগুন ১০০ টাকা, দুনদুল ৬০ টাকা, শশা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

উত্তরের বন্যা এবং বৃষ্টির প্রভাবে দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আড়তেই সবজি স্বল্পতা থাকায় দাম বেড়েছে বলেও জানান তারা। বন্যার কারণে বাড়তি দামের মাথায় রেখেই নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম সবজি কিনছেন বলে জানান ক্রেতারা।

তবে বন্যার পানি কমার সাথে সাথে দাম কমবে বলে জানান বিক্রেতারা।

আপনি আরও পড়তে পারেন