রাজধানীর গাবতলী হাটের সবচেয়ে বড় গরু, দাম ১৭ লাখ টাকা ভিডিও

রাজধানীর গাবতলী হাটের সবচেয়ে বড় গরু, দাম ১৭ লাখ টাকা ভিডিও

 

ঈদের মাত্র চার দিন বাকী থাকলেও এখনো জমেনি কোরবানির পশুর হাট। বিভিন্ন হাটে ঢাকার বাইরে থেকে আসছে কোরবানির পশু, বাড়ছে সরবরাহ। ভারতীয় গরু অবাধে না আসলেও আসছে নেপাল-ভুটার আর মায়ানমারের গরু। ক্রেতা সমাগম এখন কম থাকলেও আগামী শনিবার থেকে বেচাকেনা জমে ওঠার আশা ব্যবসায়ীদের।

রাজধানীর গাবতলী হাটের সবচেয়ে বড় গরু, দাম ১৭ লাখ টাকা ভিডিও

সকাল থেকেই হাটে হাটে কোরবানির পশু নামাতে ব্যাস্ত সময় কাটিয়েছেন গরু ব্যাপারীরা। পছন্দসই স্থানে জায়গা করে নিচ্ছেন তারা। বেঁচা-বিক্রি শুরু না হওয়ায়
রান্না, খাওয়া আর ঘুমের মধ্যে অলস সময় পার করছেন তারা। কেউ আবার যত্ন নিচ্ছেন প্রিয় প্রাণীটির।

হাটের সবচেয়ে গড় গরুটি এনেছেন বগুড়ার মজনু প্রামানিক। দামের ব্যাখ্যাও দিলেন তিনি। এই গরুর দাম তিনি চেয়েছেন ১৭ লক্ষ টাকা। তবে ক্রেতারা সর্বোচ্চ ১২ লক্ষ টাকা পর্যন্ত দাম দিতে রাজী হয়েছেন। গরুর মালিক মজনু প্রামানিক জানান, এই দামে বিক্রি করলে তার খরচের টাকা আসবে না।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment