রাজশাহীতে ছুরি মেরে যুবককে হত্যা আটক ২

 রাজশাহী ব্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না)

রাজশাহীর পুঠিয়ায় ধানের চারা কেনাবেচাকে কেন্দ্র করে সোহেল রানা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বেলপুকুর থানার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই গ্রামের আনসার আলীর ছেলে। বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সোহেল রানা রোববার বিকেলে এক ব্যক্তিকে সাথে নিয়ে জামিরা দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ধানের চারা কিনতে আসেন। কেনাবেচা নিয়ে সে সময় সাইফুলের সাথে সোহেল রানার কথা কাটাকাটি হয়। পরে সোহেল রানা স্থানীয় লোকজনের সাথে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। সে সময় সাইফুলসহ ২/৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে সোহেল রানাকে উপযুক্তপুরি কুপিয়ে চলে যায়। পরে আসে পাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সোহেলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তে শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকা-ের ঘটনায় নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এঘটনার সাথে জড়িত ফারুক ও রাজিব নামের দুইজনকে গ্রেপ্তার করেছেন।

আপনি আরও পড়তে পারেন