রাতেই দেশে ফিরে যাচ্ছেন হেলস, মাশরাফিদের ‘দুঃশ্চিন্তা’

ক্রিস গেইল, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। এই চারজন ব্যাটসম্যানের যেকোনও একজন জ্বলে উঠলেই প্রতিপক্ষের বোলারদের হাহুতাশ শুরু হয়ে যায়। আর চলতি বিপিএলের শেষ কয়েকটি ম্যাচে রংপুরের হয়ে গেইল ছাড়া বাকি তিনজনই জ্বলেছেন পাল্লা দিয়ে। টানা জয়ও পেয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। 

ডি ভিলিয়ার্স ৬ ম্যাচ খেলে চলে যাবেন সেটি আগেই জানা ছিল। কিন্তু এবার চলে যেতে হচ্ছে অ্যালেক্স হেলসকেও। কাঁধের চোট এই মারকুটে ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে বিপিএলের সুপার ফোর পর্ব থেকে। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) রংপুরকে অনুরোধ করেছে তাদের ব্যাটসম্যানকে ছেড়ে দিতে। আজ রাতেই দেশে ফিরে যাবেন এই ইংলিশ ব্যাটসম্যান। 

এবার বিপিএলে ৮ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ৩০৪ রান করা হেলসের অভাব নিশ্চয়ই অনুভব করবে মাশরাফিরা। 

এদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করলেও শেষ চারের গুরুত্বপূর্ণ পর্বে থাকছেন না ডি ভিলিয়ার্স। একসঙ্গে ভিলিয়ার্স-হেলস না থাকা প্রতিপক্ষ শিবিরগুলোর কাছে নিশ্চিতভাবেই কিছুটা হলেও স্বস্তির খবরই!

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment