রূপগঞ্জে ইটভাটা ও টকিে গ্রুপরে অবধৈ স্থাপনাসহ ৮৪টি স্থাপনা উচ্ছদে

রূপগঞ্জে ইটভাটা ও টকিে গ্রুপরে অবধৈ স্থাপনাসহ ৮৪টি স্থাপনা উচ্ছদে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতনিধিি ঃ
নারায়ণগঞ্জরে রূপগঞ্জে পৃথক স্থানে অভযিান পরচিালনা করে ইটভাটা ও টকিে গ্রুপরে অবধৈ স্থাপনাসহ প্রায় ৮৪টি অবধৈ স্থাপনা উচ্ছদে করছেনে বআিইডব্লউিটএি র্কতৃপক্ষ। সোমবার (২২ নভম্বের) বলো ১১টা থকেে বকিলে ৪টা র্পযন্ত উপজলোর তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা ও দাউদপুর ইউনয়িন এলাকায় চলে এ উচ্ছদে অভযিান। তারাব পৌরসভা এলাকায় অভযিানে নতেৃত্ব দনে, বআিইডব্লউিটি এর নর্বিাহী ম্যাজষ্ট্রিটে শোভন রাংসার। অভযিানে আরো উপস্থতি ছলিনে, বআিইডব্লউিটএি নারায়ণগঞ্জ নদী বন্দররে যুগ্ম-পরচিালক শখে মাসুদ কামাল, উপ-পরচিালক ইসমাইল হোসনে, সীমানা পলিার এবং ওয়াকওয়ে প্রকল্পরে পরচিালক শাহনওেয়াজ কবরি প্রমুখ। অভযিানকালে তারাবো এলাকায় সুলতানা কামাল সতেু সংলগ্ন টকিে গ্রুপরে বাউন্ডারী দয়োলসহ ৬টি টনিশডে স্থাপনা, তারাবো বাজার এলাকায় নদীর জমি দখল করে গড়ে তোলা ১টি পাকা দোতলা ভবনরে আংশকি, ১০টি সমেপিাকা দোকান, ৬ টি করাতকলরে র্বধতিাংশ, ১১টি কাঁচাপাকা স্থাপনাসহ ৩৪টি অবধৈ স্থাপনা উচ্ছদে করা হয়। এসময় নদীর কমপক্ষে দড়ে একর জমি দখলমুক্ত করা হয়। উচ্ছদেকৃত জমতিে শীঘ্রই সীমানা পলিার স্থাপন ও ওয়াকওয়ে নর্মিাণকাজ শুরু করবে বলে জানয়িছেনে বআিইডব্লউিটএি এর র্কতৃপক্ষ। অপর দকি,ে কাঞ্চন পৌর এলাকা শীতলক্ষ্যা নদীর তীর থকেে শুরু করে দাউদপুর ইউনয়িন এলাকার ১৫টি ইটভাটাসহ প্রায় ৫০টি অবধৈ ভাবে দখল করা জমি উচ্ছদে অভযিান পরচিালনা করে দখলমুক্ত করা হয়। এসময় বভিন্নি প্রতষ্ঠিানকে দড়ে লাখ টাকা জরমিানা করা হয়। এ অভযিানে নতেৃত্ব দনে, বআিইডব্লউিটি এর নর্বিাহী ম্যাজষ্ট্রিটে ওবায়দুল্লাহ। অভযিানে আরো উপস্থতি ছলিনে, ঘোরাশাল নদী বন্দররে উপ-পরচিালক নুর হোসনে, ততিাস গ্যাস রূপগঞ্জ ও সোনারগাঁও শাখার কারগিরি টকেনশিয়িান আরফি হোসনে, খয়ৈাম ব্যাপারীসহ আরো অনকে।ে
বআিইডব্লউিটএি’র নারায়ণগঞ্জ নদী বন্দররে যুগ্ম- পরচিালক শখে মাসুদ কামাল বলনে, হাইর্কোটরে নর্দিশে অনুযায়ী সএিস জরপি অনুযায়ী নতুন সীমানা পলিার স্থাপনরে কাজ চলছ।ে বশে কছিু প্রতষ্ঠিানরে অভ্যন্তরে নতুন সীমানা পলিার স্থাপন নয়িে জটলিতা ছলি। সগেুলা নর্বিাহী ম্যাজষ্ট্রিটেরে নতেৃত্বে ঘটনাস্থলে গয়িে নরিসন করা হচ্ছ।ে পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নর্মিাণ কাজও যাতে দ্রুত শুরু করা যায় সে লক্ষ্যে নদীর দুই পাশে অবধৈ ভাবে গড়ে উঠা সকল  প্রকার অবধৈ স্থাপনা উচ্ছদে করা হচ্ছ।ে এছাড়া শীতলক্ষ্যার উভয় তীরে ওয়াকওয়ে নর্মিাণ কাজ শীঘ্রই শুরু হব।ে
ঘোরাশাল নদী বন্দররে উপ-পরচিালক মোঃ নুর হোসনে বলনে, আজকে ১৫টি ইট ভাটাসহ মোট ৫০ অবধৈ স্থাপনা উচ্ছদে করা হয়ছে।ে আগামীকালও এ অভযিান পরচিালনা করা হব।ে শীতলক্ষ্যা নদীর তীরে যারাই অবধৈ স্থাপনা নর্মিাণ করছেনে আহবান জানাই অতি দ্রুত নজিরোই সড়য়িে ফলেুন নচৎে আরো কঠোর পদক্ষপে গ্রহণ করা হব।ে নদী রক্ষা করার দায়ত্বিও সবার।

আপনি আরও পড়তে পারেন