লাইসেন্স পেলো উবার, পাঠাও, ওভাই, সহজসহ ৯ রাইড শেয়ারিং

অ্যাপসের মাধ্যমে যাত্রী পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার, পাঠাও, ওভাই ও সহজসহ নয়টি কোম্পানিকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গত জুলাইয়ে বিআরটিএর অনলাইন পোর্টালের মাধ্যমে ১২টি প্রতিষ্ঠান রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে তালিকাভুক্তির আবেদন করে। নানা আনুষ্ঠানিকতার পর এখন পর্যন্ত নয়টি কোম্পানি সনদ পেয়েছে বলে জানিয়েছে বিআরটিএ সূত্র।

বুধবার লাইসেন্স পেয়েছে উবার বাংলাদেশ ও সহজ ডটকম। এর আগের দিন মঙ্গলবার লাইসেন্স পেয়েছে পাঠাও লিমিটেড।

আবেদনকারী অপর তিনটি কোম্পানি বিআরটিএর তালিকাভুক্ত হলেও এখনো চূড়ান্ত সনদ পায়নি।

এ বিষয়ে বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, নয়টি কোম্পানি সনদ পেয়েছে। বাকি তিনটি কোম্পানির সনদ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, রাইড শেয়ারিং কোম্পানির তালিকাভুক্তি, গাড়ি নিবন্ধিত করা এবং চূড়ান্ত সনদ পাওয়ার পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়েছে। কাউকে সশরীরে বিআরটিএ কার্যালয়ে আসার প্রয়োজন হয়নি। ঘরে বসেই পুরোপুরি সেবা পেয়েছে কোম্পানিগুলো।

রাইড শেয়ারিং নীতিমালা অনুসারে, প্রথমে কোম্পানিগুলো তালিকাভুক্ত হবে। এরপর কমপক্ষে ১০০ গাড়ির নিবন্ধন নম্বর ও চালকদের তথ্যসহ বিস্তারিত বিআরটিএতে জমা দেওয়ার পর চূড়ান্ত সনদ দেওয়া হয়। এজন্য পরিশোধ করতে হয় নির্ধারিত অর্থ।

আপনি আরও পড়তে পারেন