শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। মোট ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার।

সরকারি আইনজীবীর মতে, শাকিরা কাতালোনিয়ায় বসবাস করেন। প্রকৃতপক্ষে তিনি এখানকার বাসিন্দা। তবে নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন এ পপসম্রাজ্ঞী।

২০১৫ সালে বাহামোস ত্যাগ করেন শাকিরা। এরপর বার্সেলোনা ফুটবল দলের রক্ষণসেনা জেরার্ড পিকের সঙ্গে কাতালোনিয়ায় বসবাস করছেন তিনি। তাদের ঘরে দুই সন্তান আছে।

সরকারি আইনজীবীর বিবৃতি, ২০১২-২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনায় বসবাস করেন শাকিরা। এই ক’বছরে মাঝে মধ্যে বিদেশ সফর ছাড়া অধিকাংশ সময় স্পেনেই কাটিয়েছেন তিনি। এসময়ে ব্যক্তিগত আয়ের ওপর স্পেন সরকারকে কর দিতে হবে তাকে।

শাকিরার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে স্পেন কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণও হাতে পেয়েছে তারা। তবে এ অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কলম্বিয়ান পপতারকার মুখপাত্র।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment