শান্তিগঞ্জে খেন নাও দৌড় প্রতিযোগিতায় দরগা পাশা ইউনিয়ন এর ” পবন কাষ্টের নৌকা ” চ্যাম্পিয়ন

শান্তিগঞ্জে খেন নাও দৌড় প্রতিযোগিতায় দরগা পাশা ইউনিয়ন এর " পবন কাষ্টের নৌকা " চ্যাম্পিয়ন
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

শান্তিগঞ্জ এর পাখি মারা হাওরের নীল জলে অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেন নাও দৌড় প্রতিযোগিতায় (নৌকা বাইচ প্রতিযোগিতা) “পবন কাষ্টের নৌকা” চ্যাম্পিয়ন হয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে ৯ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার  উপজেলার পাখি মারা হাওর এর নীল জলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেন নাও দৌড় প্রতিযোগিতা (নৌকা বাইচ প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত পংখী রাজ, মনির শাহ তরী,হিজল তরী-১,পবন,বাংলার তুফান, পবন কাষ্টের নৌকা, জল পবন,কুনুর শাহ তরী, হিজল তরী-২,বাংলার পবন,সোনার তরী,বীর পবন ও বীর বাংলা নামক খেন নাও ( নৌকা) অংশগ্রহণ করে। তমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার বুড়মপুর গ্রাম নিবাসী দর্গাপাশা ইউনিয়ন পরিষদ এর জননন্দিত চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন এর খেন নাও ” পবন কাষ্টের নৌকা “।
উক্ত খেন নাও দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সচিব হাসনাত হোসাইন ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
উক্ত খেন নাও দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পবন কাষ্টের নৌকার মালিক দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনির উদ্দিন এর হাতে পুরুষ্কার তুলে দিয়েছেন প্রতিযোগিতার প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
প্রখর রৌদ্রময় দিনে ছোট বড় নৌকা ও হাওর ঘেঁষা সড়কে দাড়িয়ে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেন নাও দৌড় প্রতিযোগিতা উৎসব মূখর পরিবেশে উপভোগ করেছেন লক্ষাধিক নারী-পুরুষ জনতা।

আপনি আরও পড়তে পারেন