শোল্লা হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

শোল্লা হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

উৎসব মূখর ভোট গ্রহনের মধ্যে দিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ শোল্লা হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম বিদ্যালয় প্রাঙ্গনে মাইকে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফলে কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি মো. নাসির উদ্দিন (মাছ) ১৯১ ভোট ও মো. বাবুল হোসেন (ফুটবল) ১৭৩ ভোটে নির্বাচিত হন।

স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম (মোরগ) ৫৪৫ ভোট ও মতিয়ার রহমান (আনারস) ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা প্রতিনিধি পদে সাথী আক্তার (আম) ৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়া দাতা প্রতিনিধি পদে মো. আকতার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হন।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুকলেছুর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ চন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল প্রমুখ।

এর আগে, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ ও উদ্দীপণায় উল্লেখযোগ্য সংখ্যক জনসমাগমে উৎসব মূখর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন