শ্রীমঙ্গল উপজেলা ঘুরে যুক্তরাজ্য কমিউনিটি নেতা বললেন, নির্বাচন নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে

২. শ্রীমঙ্গল সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য কমিউনিটির লিডার আশরাফ উদ্দিন বলেন, আমি দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে শ্রীমঙ্গলে ভোট কেন্দ্রগুলো ঘুরে, কারো মধ্যে কোনো আনন্দ দেখিনি। মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ দেখলাম। কী কারণে এর কেনো তার উত্তর পেলাম না। মঙ্গলবার সকালে একাত্তর টিভি দেশযোগে একথা বলেন তিনি।

৩.তিনি বলেন, আমাদের সময় আমরা আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়েছি। সেই পরিবেশ পরিস্থিতি এখন দেখছি না। শ্রীমঙ্গলের কমলগঞ্জ, রাজনগর ঘুরে যা দেখলাম, ভোটার উপস্থিতি অনেক কম , মানুষ যেনো আগ্রহ পাচ্ছে না, এটা আমাদের বের করতে হবে।

৪.তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের কল্যাণে কাজ করবেন। নির্বাচন নিয়ে মানুষের কেনো এতো চাপা ক্ষোভ, এটা বের করবেন। কারণ দেশের উন্নয়নের জন্য নির্বাচন ব্যবস্থায় মানুষের আগ্রহ ফেরানো জরুরি। সরকার যেনো এই বিষয়ে দ্রæত কাজ করে, মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ ফিরিয়ে আনে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment