মুশফিকের ডাবলের সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা

সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ। দুয়েক ফোটা বৃষ্টিও ঝরেছে। কিন্তু তাতে অবশ্য খেলা বন্ধ রাখতে হয়নি। ঠাণ্ডা আবহাওয়ায় গাঁ’টা ভালোভাবেই গরম করলেন মুশফিক। শুধু গরমই করলেন না। ঘাম ঝরিয়ে ছাড়লেন জিম্বাবুয়ের বোলারদের। তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। 

মুশির সেঞ্চুরির জন্যই সম্ভবত অপেক্ষা করছিলো বাংলাদেশ। সেটা পূরণ হওয়া পরপরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মুমিনুল। তবে তার আগে ৫৬০ রানের পাহাড় গড়ে ফেলে স্বাগতিকরা।

আর এর সাথেই প্রথম ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৯৫ রানের।

এর আগে দিনের শুরু থেকেই সাবধানী ব্যাট করেন দুই ব্যাটসম্যান মুশফিক ও মুমিনুল। যদিও, সুযোগ পেলে বল বাউন্ডারি ছাড়া করতে কোন কুণ্ঠাবোধ করেন’নি তারা। সাবলীল ভাবেই জিম্বাবুয়ের বোলারদের সামলে যান মুশি-মিনি। তবে, ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে ১৩২ রানে আউট হন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টিকতে পারেন নি মোহাম্মদ মিথুনও।

তবে দৃঢ়তার প্রতীক হয়ে ছিলেন মুশফিক। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে, তামিমকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকও এখন মুশি।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন