সবুজ শিফনে ভেনিসে স্নিগ্ধ শ্রীলেখা, সুজয়ের দাবি, সারমেয় প্রেমের কুখ্যাতি ভুলে যান

সবুজ শিফনে ভেনিসে স্নিগ্ধ শ্রীলেখা, সুজয়ের দাবি, সারমেয় প্রেমের কুখ্যাতি ভুলে যান

Sreelekha Mitra: সবুজ শিফনে ভেনিসে স্নিগ্ধ শ্রীলেখা, সুজয়ের দাবি, সারমেয় প্রেমের কুখ্যাতি ভুলে যান

বহু বছর পরে ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল বাংলা ছবি। সৌজন্যে আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’। নিমন্ত্রণ রক্ষায় জুরিখে উপস্থিত ছবির কুশীলবেরা। তাঁদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘প্রচণ্ড উত্তেজিত। ভেনিসে লাল কার্পেটে পা রাখব।’’ তাঁর সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল অনুরাগী মহলেও। ৭ সেপ্টেম্বর শ্রীলেখা রেড কার্পেটে হেঁটেছেন স্বচ্ছ সবুজ শিফন শাড়ি পরে। খোলা চুল, হাল্কা গয়না, ছোট্ট টিপ আর লিপস্টিকে সহজ সুন্দরী তিনি।

শ্রীলেখার এই স্নিগ্ধ রূপে মোহিত ভেনিস চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নেটমাধ্যমে সেই ছবি ভাগ করে নিতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, একজন বাঙালি অভিনেত্রী ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি ও দেশের প্রতিনিধিত্ব করছেন! এটা বোধহয় তাঁর ব্লাউজের কাট বা সারমেয় প্রেমের ‘কুখ্যাতি’র থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আপনি আরও পড়তে পারেন