সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে সশরীরে ক্লাস শুরু হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ২২  ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ শ্রেণি কার্যক্রম চলবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়। আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি প্রথম দফায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তবে এ সময় অনলাইন ক্লাস চালু ছিল।

সশরীরে ক্লাস না হলেও পরীক্ষাগুলো সশরীরে নিয়েছে বিভাগগুলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অফিস এবং গ্রন্থাগারও খোলা আছে।

 

আপনি আরও পড়তে পারেন