সাভারে র‍্যাব-৪ অভিযান, চাকুরী দেওয়ার নামে প্রতারনা গ্রেফতার ২

সাভারে র‍্যাব-৪ অভিযান, চাকুরী দেওয়ার নামে প্রতারনা গ্রেফতার ২

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক 
র‌্যাব-৪ এর সিপিসি-২ অপারেশন টিম দেওয়া তথ্য অনুযায়ী ৩১ জানুয়ারী বিকাল ৩ টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া বাসষ্ট্যান্ড(আনোয়ার জং রোড) সাকিনস্থ মোঃ দিদার চৌধুরীর মালিকানাধীন হাউজ নং- ৯০২ ভবনের ২য় তলায় ক্যাপটর সিকিউরিটি (প্রাঃ) লিমিটেড এর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে  প্রতারক চক্রের ০২ জন প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ লিটন সিকদার (৩৬), পিতা- মোঃ বদরুল আলম, মোঃ ওসমান গনি (৩৩), পিতা- মোঃ আলি আসাদ।
গ্রেফতারকৃত আসামীগন ক্যাপটর সিকিউরিটি (প্রাঃ) লিমিটেড নামে দীর্ঘদিন যাবত নিরীহ চাকরি প্রার্থীদের চাকুরী দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ হতে ২০,০০০/- হাজার টাকা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকুরী প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধোর করতো। চাকুরি প্রার্থীদের তারা আরও চাকুরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলতো এবং এজন্য তারা তাদের লোভ দেখাতো যে লোক যত সংগ্রহ করে দেওয়া যাবে তত বেশি কশিনন পাওয়া যানব। লোক সংগ্রহ করে না দিলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো।

আপনি আরও পড়তে পারেন