সিরাজদিখানে বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও আশফিকুন নাহার

সিরাজদিখান প্রতিনিধি-সিরাজদিখানে বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার । সোমবার কনের বাড়ীতে গিয়ে এই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন ইউএনও।

জানা যায়, উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ইসরাত জাহানের বিয়ের দিন ধার্য ছিল সোমবার । কনের বাবা মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের রিপন কাজী ব্যাপক আয়োজন করে এই বিয়ে উপলক্ষে। সিরাজদিখান উপজেলা প্রশাসন খবর পেয়ে ইউএনও আশফিকুন নাহার কনের বাড়ীতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন ।

সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল ঘটনার সত্যতা স্বীকার বলেন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে মুচলেকা দেন কনের মা মালা বেগম ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার বলেন, কোন বাল্য বিবাহ সিরাজদিখানে হতে দিবনা । আমরা নিয়মিত সভা সেমিনার করছি যাতে বাল্য বিবাহ,ইভটিজিং এর মত ঘটনা না ঘটে । আমাদের এ ধারা অব্যাহত থাকবে ।

আপনি আরও পড়তে পারেন