সিরিজ শুরুর আগে কোহলিদের দুঃসংবাদ, দলে করোনায় আক্রান্ত দুই

সিরিজ শুরুর আগে কোহলিদের দুঃসংবাদ, দলে করোনায় আক্রান্ত দুই

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আর খুব বেশিদিন নেই। এমন সময় এক দুঃসংবাদ এল ইংল্যান্ডে অবস্থানরত ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন দলের দুই ক্রিকেটার।

সকালে এ খবর জানায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। দলের সঙ্গেই ছিলেন দুই ক্রিকেটার, আবশ্যিক বায়ো বাবলও মানছিলেন তারা। এরপরও আক্রান্ত হয়েছেন করোনায়। তবে তারা কোন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা এখনো জানা যায়নি। আপাতত একজন ক্রিকেটারকে তার আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য এক সূত্র ধরে এএনআই জানায়, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। সেই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও বেশ ক’জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও পাঠানো হয়েছে তিন দিনের কোয়ারেন্টাইনে।

তবে সেই সূত্র স্বস্তির খবরও দিচ্ছে ভারতকে। জানিয়েছে, এরই মধ্যে এক ক্রিকেটার করোনা থেকে সেরে উঠেছেন। অন্য এক ক্রিকেটারকে আগামী রোববার আবারও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই কয়েকজন ক্রিকেটার ছুটি কাটাতে চলে যান। ঋষভ পান্ত, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো ২০২০ দেখতে। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডনে। ভারতের অফ স্পিনার অবশ্য এখন খেলছেন কাউন্টি ক্রিকেটে।

তবে সংক্রামক এই ব্যাধি অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারেনি, জানাচ্ছে বোর্ডের সেই সূত্র। ক্রিকেটারদেরকে নিয়ম মেনে কোভিড পরীক্ষা করা হচ্ছে। এখন আক্রান্ত একজন বাদে বাকি সবাই সুস্থই আছেন।

আপনি আরও পড়তে পারেন