সীমান্তের ওপারে এখনো অপেক্ষায় দেড় শতাধিক পেঁয়াজবাহী ট্রাক

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার ১০ দিনেও কোনো সুরাহা হয়নি। ওপারে এখনো দেড় শতাধিক ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক আমদানির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোমরা সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কোটি কোটি টাকার এলসি আটকে পড়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আমদানিকারকরা।

মঙ্গলবার তিন ট্রাকসহ গত পাঁচ দিন ঘোষণার আগের গেট পাস করা ৪৩ ট্রাকে ৯৯১ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগের গেট পাস করা পেঁয়াজ আমদানি হলেও অধিকাংশ পেঁয়াজ পচে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, ভারতের পেঁয়াজের ক্রেতা না থাকায় আশানুরূপ দর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আড়তদাররা। এতে গোডাউন ভাড়াসহ সংরক্ষণের ব্যয় দিন দিন বাড়েছে। দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের দাবি করেছেন আমদানিকারকরা।

গত ১৪ সেপ্টেম্বর কোন প্রকার আলোচনা ছাড়াই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেডের এক চিঠিতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।

আপনি আরও পড়তে পারেন