সুইডেনে পবিত্র কোরআন অবমাননায় দামুড়হুদায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সুইডেনে পবিত্র কোরআন অবমাননায় দামুড়হুদায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সানজিদা খাতুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
সুইডেনে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৬ জানুয়ারি) শুক্রবার বাদ জুম্মা  দামুড়হুদা চৌরাস্তার মোড় থেকে এ প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল বার করা হয়।
 “এক হও মুসলিম বিশ্ব এক হও স্লোগানে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা  উপজেলাতে সর্বস্তরের জনগণের উপস্থিততে মুসলিম তৌহিদী জনতা কর্তৃক  আয়োজিত ব্যানারে দামুড়হুদা উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বার করে  বিভন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিশ্বের শতকোটি মানুষের ধর্ম ইসলামের সন্মানজনক প্রতিকসমূহের ওপর আঘাত করা ও অবমাননাকরা সুইডেনের ইহুদিদেরদের মানসিক রোগ।বক্তরা বলেন,সুইডন সহ বিভিন্ন ইহুদি সম্প্রদায়ের কারণেই  আজকে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার প্রবনতা দিনি দিন বৃদ্ধি পাচ্ছেন, ফলে পুরো বিশ্বব্যাপী অশান্তি বাড়চ্ছে ও ধর্মীয় সম্প্রতি নষ্ট করছেন।আর আজকে তারই ধারাবাহিকতায় সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বাংলার মানুষ।তারা আরো বলেন,ইসরায়েল জন্মই যে আজন্ম পাপ তা আবারো প্রমাণ করছেন, এরা রমজান আসলেও আবার দানব হিংস্র পরিনত হয়ে ওঠেন।

আপনি আরও পড়তে পারেন