সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মুকুট বিজয়ী, লড়াই হয়েছে হাড্ডা-হাড্ডি

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মুকুট বিজয়ী, লড়াই হয়েছে হাড্ডা-হাড্ডি
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)+ স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট।
সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আজ ১৭ ই অক্টোবর  সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল হুদা মুকুট (মোটরসাইকেল প্রতীক) ৬ শত ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট ড. খায়রুল কবির রুমেন (ঘোড়া  প্রতীক)পেয়েছেন ৬ শত ৪ ভোট।
দেশের অন্যান্য জেলার ন্যায় আজ সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু শুরু হয়ে ২ টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলার ১২ টি ভোট কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সারা জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগীতা করেছে র‌্যাব ও বিজিবি।

আপনি আরও পড়তে পারেন