সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, সহযোদ্ধা যারা

সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, সহযোদ্ধা যারা

বাংলাদেশি সাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিনের বেস্টসেলার থ্রিলার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি। উপন্যাসটির জনপ্রিয়তার কারণে শুরু থেকেই আলোচনা ছিল সিরিজটি নিয়ে। 

শুরুতে এ সিরিজে বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রীর কাজের কথা শোনা গিয়েছিল। শুটিংও হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত মিলিয়ে। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের বর্ধমান ও দুর্গাপুর অঞ্চলে চিত্রায়ণ হয়েছে কিছুদিন।

তবে এপার বাংলার দর্শকদের একদম আশাহত করেননি সৃজিত বাবু। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। রহস্যময়ী ‘মুশকান জুবেরী’ চরিত্রে দেখা যাবে তাকে। এই রহস্যময়ী নারীর প্রহেলিকাময় জগতের গল্প আছে উপন্যাস আশ্রিত এই ওয়েব সিরিজটিতে। 

এসভিএফ প্রযোজিত এ সিরিজে আরো যারা থাকছেন তাদের লুক প্রকাশ করা হয়েছে।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের ফার্স্ট লুক।

এক ফ্রেমে পরিচালক এবং অভিনয়শিল্পীরা

‘মুশকান জুবেরী’র লুকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

গোয়েন্দা ‘নিরুপম চন্দা’র চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস।

সিরিজে ‘আতর আলী’র চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। তার লুক প্রকাশ্যে আনা হলেও চরিত্রের নাম জানানো হয়নি।

‘তপন শিকদার’ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

বাংলাদেশের জনপ্রিয় লেখক নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি ২০১৫ সালে বাতিঘর প্রকাশনীর ব্যানারে প্রকাশ করা হয়েছিল।

আপনি আরও পড়তে পারেন