সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার এক বছরের জেল

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার বিরুদ্ধে সেক্স-টেপ কাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় তাকে এক বছরের স্থগিত জেল দেওয়া হয়েছে। সঙ্গে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

৩৩ বছর বয়সী বেনজেমা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গত মাসে বিচার শুরু হয়। ২০১৫ সালের জুনের ওই কাণ্ডে জাতীয় দলে জায়গাও হারিয়েছিলেন তিনি।

ওই সময় বেনজেমা ও ম্যাথিউ ভালবুয়েনা একই ক্যাম্পে ছিলেন। তখন ভালবুয়েনার ব্ল্যাকমেইলারকে টাকা দিয়ে দিতে বলেন বেনজেমা। ব্ল্যাকমেইলারের মধ্যস্থতাকারী হিসেবে বেনজেমার থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।

নিজের বিরুদ্ধে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন বেনজেমা। ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি ছিল তার। তবে এর মধ্যেই বুধবার রাতে শেরিফের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবেন তিনি।

আদালতেও হাজির ছিলেন না রিয়াল তারকা। ছিলেন না ম্যাথিউ ভালবুয়েনাও। গ্রিসের ক্লাব অলিম্পিকায়োসের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন তিনি।

 

 

 

আপনি আরও পড়তে পারেন