হারানো মোবাইল উদ্ধারে সাহায্য করবে গুগল- Google

হারানো মোবাইল উদ্ধারে সাহায্য করবে গুগল- Google

ইন্টারনেট দুনিয়ার জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগল (Google)এবার আপনার হারানো মোবাইলও খুঁজে পাওয়ার ব্যাপারে আপনাকে সাহায্য করবে। গুগল (Google Bangladesh)-এর মাই অ্যাকাউন্ট হাব-এর মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

হারানো মোবাইল উদ্ধারে সাহায্য করবে গুগল- Google

মাই অ্যাকাউন্ট নামক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাটি বছর খানেক আগে গুগল চালু করেছে। এবার মাই অ্যাকাউন্ট-এর নতুন আপডেটে নিজের গুগল (Google)অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করার ব্যাপারে মোবাইল ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন। এখন থেকে মোবাইল চুরি যাওয়ার পরে নিজের হারানো মোবাইলে ফোন অথবা এসএমএস করলেই নিজের গুগল অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন আপনি। ইউটিউব, জিমেইল বা গুগল ম্যাপস-এর অ্যাকাউন্টটিকে অকেজো করতে পারবেন অন্য মোবাইল থেকে।

শুধু তাই নয়, আপনার চুরি যাওয়া মোবাইলটি কোথায় রয়েছে তাও ম্যাপে দেখিয়ে দেবে(Google) গুগল। পাশাপাশি আপনার বাড়ির নিকটতম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’-এরও হদিশ দেবে গুগল।

এবার থেকে (Google)গুগলে গিয়ে আপনি যদি নিজের নাম দিয়ে সার্চ করেন তাহলে আপনার গুগল অ্যাকাউন্টই সবার আগে আসবে সার্চ রেজাল্টে। এই নতুন আপডেটে স্বভাবতই খুশি মোবাইল ব্যবহারকারীরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment